ঢাকা, মঙ্গলবার ২৬, নভেম্বর ২০২৪ ৩:৩৭:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে ব্রাজিলে বাস খাদে পড়ে ২৩ জনের প্রাণহানী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ ১০ সাংবাদিকের ব্যাংক হিসাব জব্দ মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭ ইসরায়েলি হামলায় গাজায় ৩৮, লেবাননে ৩৩ প্রাণহানী

আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে: রওশন 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:১৬ পিএম, ১ জানুয়ারি ২০২৩ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় পার্টির পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে। তাই এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে।

রবিবার (১ জানুয়ারি) জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে রওশন এরশাদ এ কথা বলেন। এসময়ে রওশন এরশাদ নিজের অসুস্থতা ও চিকিৎসা পরিস্থিতির বর্ণনা দিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় আমার খোজ খবর রেখেছেন। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।

সংসদের বিরোধী দলীয় নেতা আরও বলেন, জাতীয় পার্টির তৃনমূল নেতা-কর্মীদের মূল্যায়ন করতে হবে। তাদের মতামত নিয়ে দলের শীর্ষ ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। যাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে তাদের দলে ফিরিয়ে আনতে হবে।

তিনি বলেন, আগামী কাউন্সিলে দলের গঠনতন্ত্রসহ অন্যান্য বিষয়গুলো সমাধান করতে হবে। এসময়ে জাতীয় পার্টির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এক সঙ্গে চলাচল করলে অনেক মান অভিমান সৃষ্টি হয়। সব কিছু ভুলে গিয়ে আগামী নির্বাচনকে অগ্রাধিকার দিয়ে সামনে এগিয়ে যেতে হবে।

জাতীয় পার্টির সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করলে দলটি শক্তিশালী হবে। আমর আবারও দেশের জনগণকে সেবা করার সুযোগ পাব। এর আগে আমাদের সকলের ঐক্যবদ্ধভাবে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে দেশবাসীকে জানাতে হবে। জনগণের মন জয় করতে পারলে নিশ্চিত আমরা ক্ষমতায় যাবো।

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দলটির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সাবেক মহাসচিব ও সিনিয়র কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হওলাদার, কাজী ফিরোজ রশিদ, অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি প্রমুখ।